শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

সুজানগর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার প্রতিপাদ্যকে সামনে রেখে, আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন-গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর প্রদান ও সুজানগর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত ২৪৫ টি পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..