পাবনার সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিক আশিকুর রহমানের বাড়িতে ৪ দিন ধরে অনশন শুরু করছেন প্রেমিকা। আর প্রেমিকার অনশনের খবর পেয়েই বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক । সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের তাঁতীবন্দ গ্রামে ঘটনাটি ঘটেছে।গত শুক্রবার থেকে মেয়েটি অনশন শুরু করেন এবং সোমবার পর্যন্ত তা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, এ গ্রামের মো.নিস্তার শেখের ছেলে ও সুজানগর এন এ কলেজের এইচএসসি মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশিকুর রহমান আশিকের এবং রবিউল ইসলামের মেয়ে ও স্থানীয় তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী জিয়াসমিন আক্তারের বাড়ি একই এলাকায় হওয়ায় সুবাদে তাদের দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিকা জিয়াসমিন আক্তার জানান, গত প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক।
সম্প্রতি তাদের দুইজনের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে আশিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই শুক্রবার থেকে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন । প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান তিনি। পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক আশিকের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার মা এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তবে বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য দুই পক্ষকে অনুরোধ করেছি।
Leave a Reply