পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের উপেন্দ্রনগর গ্রামের এক কৃষক প্রায় ২৮ বিঘা জমি আবাদ করতে পারছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় আব্দুস সাত্তার মন্ডল নামক নামক এক কৃষক গত ২৪ মে ২০২১ ইং তারিখ সকালে ঐ জমিতে চাষাবাদ করতে গিয়ে এলাকার চিহ্নিত কোবাদ মন্ডল গং একজোট হয়ে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে তার ছেলে ফজলুর রহমান কে। ফজলুর রহমান গুরুত্ব আহত হয়ে বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আব্দুস সাত্তার মন্ডল জানান, গত ১৫ ফেব্রুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার বাড়িতে এরা হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে আমার ও স্ত্রী,ছেলে সবাই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকায় বাড়ি ঘরে লুটপাট চালিয়েছিল। তখন মিমাংসার কথা বলে মামলা করতে দেয়নি এলাকার প্রধান গণ। এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে পাবনা জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন।
Leave a Reply