পাবনার সুজানগরে ১৩ বছরের এক কিশোরীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে মো.শাকিব হোসেন (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে ।
অভিযুক্ত শাকিব হোসেন উপজেলার দুলাই ইউনিয়নের জোড় পুকুরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে শাকিবকে অভিযুক্ত করে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চত করেছেন থানার (ওসি) বদরুদ্দোজা।
মামলা সুত্রে জানা যায় গত শুক্রবার(১৯ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে বাড়ির পিছনের জমিতে শুকনো গাছের ডাল আনতে গেলে কিশোরীকে একা পেয়ে
পাশের বাড়ির সাকিব হোসেন তাঁর নিজ ঘরে ডেকে নিয়ে গিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে রশি দিয়ে হাত-পা ও ওড়না দিয়ে মুখ বাঁধা অবস্থায় এদিন রাত ৯ টার দিকে কিশোরীকে উদ্ধার করে পরিবারের সদস্যরা সহ স্থানীয় লোকজন । এ
সময় কিশোরী তাকে হাত-পা বেঁধে ও ওড়না দিয়ে মুখ বেঁধে শাকিব ধর্ষণ করেছে বলে জানায়।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুদ্দোজা বলেন, অভিযুক্ত শাকিব
হোসেন কে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিকেলে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেযেটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply