পাবনার সুজানগরে মঙ্গলবার ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্ব্ েঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, সাইদুল ইসলাম, কৃষক আজমল হোসেন ও রইচ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উদ্বোধনী দিনে উপজেলার ১‘শ জন কৃষকের মাঝে কৃষক প্রতি ৫কেজি করে মুগ ফসলের বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
Leave a Reply