বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, সুজানগর উপজেলা শাখার সভাপতি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা দুলাই জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, এজিপি অ্যাডভোকেট বরকত আলী বকুল (৬০) বৃহস্পতিবার বিকেলে স্ট্রোকে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে—-রাজেউন)।
তিনি স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকালে সুজানগর উপজেলার দুলাইতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদ, ক্যাব পাবনা জেলা রশাখার সহসভাপতি অধ্যক্ষ জেবুনেচ্ছা ববিন, সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, সাঁিথয়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুদ দাইয়েন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশরাফুল আলম মজনু যৌথ বিবৃতিতে বরকত আলী বকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply