আন্দোলনের নামে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে খেলা সহ বিএনপির সকল নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়ে পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে সুজানগর পৌরসভা চত্ত্বর থেকে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা চত্ত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে একটি পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, বিএনপির আন্দোলন মানে মানুষের ব্যাপক ক্ষতি সাধন। মানুষের দোকান পাট জ্বালাও পোড়াও, গণপরিবহন ভাঙচুর ও রাস্তা অবরোধ করে মানুষের স্বাভাবিক চলাচলে অসুবিধা সৃষ্টি করা। গণতান্ত্রিক দলের নেতাকর্মী হিসেবে যেটি আমাদের কোনোভাবেই কাম্য নয়। তাই এই সুজানগরে বিএনপি জামাত যদি কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চায় তবে তার কঠিন মাশুল দিতে হবে বিএনপিকে।
তারা আরো বলেন, দলীয় নির্দেশে সকল ধরণের নৈরাজ্য প্রতিরোধে সজাগ দৃষ্টি রেখেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজয়ের মাসে নৈরাজ্য সৃষ্টির সকল অপচেষ্টার কঠোর জবাব দেয়া হবে। বিএনপির সন্ত্রাসীদের সাবধান হবার হুশিয়ারী দেন নেতাকর্মীরা।
সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাসের সভাপতিত্বে এ পথসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন।
এছাড়া বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ।
Leave a Reply