পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার নব গঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব তৌফিক হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আব্দুর রউফের পরিচালনায় উপজেলার ভবানীপুর কুটিপাড়া মোড়ে অসংখ্য নেতাকর্মী নিয়ে এ মিছিল শুরু হয়। এরপর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক। বক্তব্যে নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ হবার তাগিদ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আবুল হাশেম, সেলিম আহমেদ, মোঃ আসিফ আলী খান, সেলিম সরদার, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইয়ামিন খান সহ আরো অনেকে৷ সুজানগর পৌর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক কামাল বিশ্বাস ও সদস্য সচিব জসিম বিশ্বাসও এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply