পাবনায় ডাকাতির চেষ্টাকালে মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (৫৫) নামে এক ডাকাতকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাত ৪টার দিকে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের চর শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিজাম উদ্দিন ওরফে মিজান বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের দড়িরচর গ্রামের আবু বকরের ছেলে।
আমিনপুর থানার ওসি মো. রওশন আলী জানান, ডাকাতির চেষ্টাকালে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ওই ডাকাতের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply