ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে, উপজেলা চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান কল্লোল, অফিসার ইনচার্জ আব্দুল হাননান।
এ সময় আরো বক্তব্যদেন,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply