রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

সুজানগর এক ব্যক্তিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

পাবনার সুজানগর উপজেলায় আকুব্বর শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

গতকাল (৩০সেপ্টেম্বর) রাত ৮ টায় সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর মোড়ে এই ঘটনা ঘটে। আহত আকুব্বর শেখ মানিকহাট ইউনিয়ন রায়পুর মাছপাড়া গ্রামের মৃত গণি শেখ ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, আকুব্বর রাতে গুপিনপুর মোড়ে চা খেতে গেলে ইউনিয়ন ছাত্রদলের নেতা মিলনের নেতৃত্বে হুমায়ুন কবির রাহাদ, সাগর, অনিক, আলমসহ ২০/২৫জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকুব্বরকে কুপিয়ে জখন কোরে কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় এলাকাবাসি তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন, এখনো পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..