পাবনার সুজানগর উপজেলায় আকুব্বর শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
গতকাল (৩০সেপ্টেম্বর) রাত ৮ টায় সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর মোড়ে এই ঘটনা ঘটে। আহত আকুব্বর শেখ মানিকহাট ইউনিয়ন রায়পুর মাছপাড়া গ্রামের মৃত গণি শেখ ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, আকুব্বর রাতে গুপিনপুর মোড়ে চা খেতে গেলে ইউনিয়ন ছাত্রদলের নেতা মিলনের নেতৃত্বে হুমায়ুন কবির রাহাদ, সাগর, অনিক, আলমসহ ২০/২৫জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকুব্বরকে কুপিয়ে জখন কোরে কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় এলাকাবাসি তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন, এখনো পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।