পাবনার সুজানগর হাটখালী ইউনিয়নের নুর উদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রাসেল দিপু ও শিক্ষকদের মিথ্যা অভিযোগ ও হয়রানি প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের নুর উদ্দিন পুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অভিভাবক সদস্য শাজাহান আলী শেখ, অভিভাবক হাবিবুর রহমান, মনসুর আলী খান, আব্দুল মান্নান বিশ্বাস,আলম শেখ, আব্দুল রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, শিক্ষার্থী খুরশিদা আক্তার মিশু প্রমুখ।