রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

সুজানগরে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ার কাদোয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) চিত্রা রাণী ভৌমিকের শাস্তি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। চিত্রা রাণী ভৌমিককে সুদ ব্যবসায়ী দাবি করে তার বিরুদ্ধে প্রতারণা, মানুষকে হয়রানি, কমিউনিটি ক্লিনিকের দায়ত্বি পালনে অবহেলা, সরকারি ওষুধ অবৈধভাবে বিক্রি এবং জনসাধারণের সঙ্গে অসদাচারণের অভিযোগ তোলেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদোয়া বাজারস্থ কাদোয়া কমিউনিটি ক্লিনিকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাদোয়া, উপেন্দ্রনগর, কাকিয়ান এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এনি খাতুন, রতœা বেগম, আব্দুল ফাত্তার প্রামানিক, মনসুর আলী সরদার ও কোরবান শেখসহ এলাকাবাসী জানান, তার কাছে কোনো পরামর্শের জন্য গেলে অসদাচরণ শিকার হতে হয়। ওষুধ চাইলে গালিগালাজ ও টাকা দাবি করেন। অথচ বাহিরে তিনি সরকারি ওষুধ টাকার বিনিময়ে বিক্রি করেন। দ্রæতই চিত্রা রাণী ভৌমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে বৃহত্তর আন্দোলনের করার কথাও জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..