শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

সুজানগরে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

পাবনায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ বোতল বিদেশি মদসহ মো. আমিন উদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার পাবনা জেলা ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলার আমিনপুর থানাধীন চরগোবিন্দপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থেকে ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাবনা জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আমিন উদ্দিন শেখের বাড়ি পাবনার সুজানগরে, তার পিতা মো. কাজেম উদ্দিন শেখ।

ডিবি পুলিশ জানায়, পাবনা জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সকালে জেলার আমিনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় এ সময় হাতেনাতে ৮ বোতল বিদেশি মদসহ আমিন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..