পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করেন।
রবিবার (০১ মে) দুপুরে সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের এ উপহার সামগ্রী প্রদান করেন। এরআগে ঈদ উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাই মিলে ঈদ আনন্দে এ উপহার। সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তারা প্রায় দিনরাত সংবাদ সংগ্রহে কাজ করেন। পুলিশ ও সাংবাদিকদের দায়িত্ব পালনে কোন অংশ কম নয়।
সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা পুলিশের সুসম্পর্ক রয়েছে। এ সর্ম্পকের অংশ হিসেবে হৃদয়ের টানে জেলা পুলিশের পক্ষ থেকে এই সামান্য উপহার প্রদান করা হলো। আগামী দিনেও এ সম্পর্ক অব্যাহত থাকবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, এটিএন টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, হারুন অর রশিদ খান হাসান, মাসুদ পারভেজ, দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ, ধৈনিক যমুনা পবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, আমিনুল ইসলাম, গাজী এএইচ ফিরোজী, শরীফ আহমেদ ইন্না, এইচ এম আলমগীর কবির, সুজন সরকার, সুমন মৃধা, অতিদ্য রাসেল, সোহাগ হাসান জয়সহ পুলিশ কর্মকতা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।সিরাজগঞ্জের পুলিশ সুপার জেলার গণমাধ্যমকর্মীকে ঈদ উপহার পাঠিয়েছেন
পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা নিজেরা অনেক সমস্যায় থেকে মানুষের জন্য কাজ করেন।
সিরাজগঞ্জের এক সাংবাদিক বলেন, পুলিশ সুপার কথায় নয় কাজ করে মানুষের কল্যাণ করেন। অনেকে আছেন যারা কাজের চেয়ে প্রচার চান বেশী। অথচ মিডিয়াকে লোক দেখানো গুরুত্ব দেন। সিরাজগঞ্জের পুলিশ সুপার এ ক্ষেত্রে ব্যাতিক্রম।
Leave a Reply