পাবনার সাঁথিয়ায় বাড়ির উঠানে খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুর ২ টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন বোয়াইলমারী গ্রামের ইছামতি নদীতে এ ঘটনা ঘটে।
শিশু দুটি হলো পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আশিকুর রহমানের মেয়ে মাইশা আক্তার (৭) ও তার ফুফাতো বোন মোছা. শাপলার মেয়ে তৈয়বা খানম(৪)
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির উঠানে খেলছিলো তারা। খেলা শেষে দুপুরের দিকে মাইশা তার ফুফাতো বোনকে নিয়ে বাড়ির পাশের ইছামতি নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন এসে গোসলের ঘাটে দেখতে না পেয়ে সন্দেহ হলে সেখানেই নেমে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর তাদের সাথে যোগ দেয় স্থানীয়রা। অনেকক্ষণ পানিতে তল্লাসী করে শিশু দুটিকে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি দুঃখজনক। অভিভাবকদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখার কথা বলেন তিনি।
Leave a Reply