পাবনার সাঁথিয়ার ভিটাপাড়া নামক স্থানে বসত বাড়ির ঘরের উপর সিমেন্ট বোজাই ট্রাক উল্টে বাবা মেয়ে নিহত হয়েছে। আরও আহত হয়েছে একই পরিবারের দুজন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৮৪৫৩২) পাবনা-ঢাকা মহাসড়ক দিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো।
রাস্তায় সংষ্কার কাজের জন্য একটি লেন ব্যবহার করে দু মুখী গাড়ি চলাচল করা ট্রাকটি উল্টো সাইডে গিয়ে অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারায়।
এরপর রাস্তার পাশে থাকা একটি বসতবাড়ির ঘরের উপর পড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা চার সদস্যের মধ্যে সাদেক (৩০) ও বৃষ্টি আক্তার(১২) নামের বাবা, মেয়ে নিহত হয়।
ঘটনাস্থল উপস্থিত হয়ে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহতের মৃতদেহ উদ্ধার করেন।
Leave a Reply