সরকারি খাস জমি জালিয়াতী চক্রের ৫ জনকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে।
সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম মৌজার ‘খ’ তপশিলভুক্ত সাড়ে ৫২ (প্রায় ১৭ একর) বিঘা জমি ৬ জন ভূমিদস্যু ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মচারীদের সহায়তায় জাল দলিল ও ভূয়া মিস কেস এর রায় জালিয়াতি করে নামজারি পূর্বক আত্মসাৎ ও দখলের চেষ্টা করলে সাঁথিয়া উপজেলা সহকারী (ভূমি) অফিসার মোঃ মনিরুজ্জামানের অনুসন্ধানে ধরা পড়ে। গৌরীগ্রাম ইউনিয়ন সহকারী ভূমি অফিসার বাদী হয়ে জালিয়াত চক্রের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পরই পুলিশ ৩০ জুন গ্রেফতার করে ঘুঘুদহ গ্রামের আব্দুল জব্বার এর পুত্র আবুল বাশারকে।
এরপর থেকে ২ মাস ৭ দিন জালিয়াত চক্রের অপর ৫ আসামি পলাতক ছিল। গতকাল বুধবার তারা পাবনা জজ কোর্টের আমলী আদালত-৫ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
আসামীরা হচ্ছে সাঁথিয়া পৌর এলাকার পিপুলিয়া নিবাসী মোজাহার হোসেন মোজাই’র পুত্র জামায়াতে ইসলামীর টর্নেডো বাহিনীর প্রধান বকুল হোসেন (মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মামলায় ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামী মতিউর রহমান নিজামীর ঘনিষ্ঠজন), বিলমহিষার চর গ্রামের নূর আলীর ছেলে আলাউদ্দিন, সোনাতলা গ্রামের আব্দুল হাকিমের পুত্র ছেঁচানিয়া আফতাব নগর মাদ্রাসার শিক্ষক গোলাম মোস্তফা, ঘুঘুদহ গ্রামের জানু সরদারের ছেলে আমিরুল ইসলাম বাবু ও ইকরজানা গ্রামের আহের আলীর পুত্র আব্দুল লতিফ।
উল্লেখ্য জালিয়াত চক্রের উল্লিখিত ৬ জনই জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য।
Leave a Reply