পাবনার সাঁথিয়া পৌর এলাকার শশদিয়া গ্রামে এক অভিযান চালিয়ে নকল প্রসাধনী কাখানার সন্ধান পেয়েছে সাঁথিয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে কারখানার মালিক কাবিল হোসেন ও তার স্ত্রীকে আটক করেন পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান কাবিল হোসেনকে ৬ মাসের কারাদন্ড দেন। এ সময় সহযোগী হিসাবে কাবিলের স্ত্রী ডলি খাতুনকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে অবৈধ কারখানার রক্ষিত নকল প্রসাধনী জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধসহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, এরা দীর্ঘদিন ধরে কোন অনুমোদন ছাড়াই নকল প্রসাধনী সামগ্রী তৈরি ও তা বাজারজাত করে আসছিল। পরে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবিলকে কারাদন্ড ও তার স্ত্রীকে ৪০ হাজার টাকা জরিমানা করলে কাবিলকে কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply