পাবনার সাঁথিয়া উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের চাড়া বটতলা এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় মো. এখলাস (১৮) নামে এক ভ্যানচালক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলেই তার মৃত্য হয়েছে। সে বেড়া উপজেলার খাস আমিনপুর গ্রামের সালাম মোল্লার ছেলে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে সড়ক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত যুবক নগরবাড়ি-বগুড়া মহাসড়কে ভ্যান চালিয়ে কাশিনাথপুর থেকে বেড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় চাড়া বটতলা মহুয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে (খানকা শরিফ) এলে পেছনে থেকে ছুটে আসা বগুড়া মুখি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইখলাস মারা যায়। ভ্যানে কোন যাত্রী ছিলনা তবে ট্রাকটিকে আটকানো সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলে নিহত এখলাস এর পরিবারের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওযার সঙ্গে সঙ্গে আমিসহ সাঁথিয়া থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে রাস্তা যানজট মুক্ত করি। তবে এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি আইনগত ব্যাবস্থা নিবেন বলে তিনি জানান।
Leave a Reply