পাবনার সাঁথিয়ায় মৃত গরু জবাই করে মাংশ বিক্রি করার অপরাধে বলাই হোসেন নামে এক কসাইকে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সে সাঁথিয়া পৌরসভাধীন পিপুলিয়া গ্রামের মৃত মোজার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে সাঁথিয়াতে মরা গরু জবাই করার সময় হাতেনাতে বলাই কসাইকে গ্রেফতার করে স্াঁথিয়া থানা পুলিশ। মৃত গরু জবাই করে সেই মাংস বিক্রি করার অপরাধে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বলাই কসাইকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। এ সময় ফ্রিজে থাকা ৮০ কেজি মরা গরুর মাংস উদ্ধার করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। জানা গেছে কসাই বলাই দীর্ঘদিন যাবৎ মরা গরুর গোস্ত বিক্রি করে আসছিল। সে এসব মরা গরুর মাংশ সাঁথিয়াসহ ঢাকাতেও পাঠাতো বলে জানা যায়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, মৃত গরু জবাই করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ফ্রিজ থেকে পাওয়া ৮০ কেজি মরা গরুর গোস্ত জব্দ করা হয়।
Leave a Reply