পাবনার সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের মৃত নূরআলী বিশ^াসের ছেলে মানিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি বসতঘর ভস্মিভূত হয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সর্বস্ব হারানো রাড়ির মালিকদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
সরেজমিন ঘটনাস্থল গিয়ে এই ভয়াবহ অগ্নিকান্ড সম্পর্কে জানা যায়, সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের মৃত নূরআলী বিশ^াসের ছেলে মানিকের বাড়িতে গত বৃহস্পতিবার বিকেলে রান্না ঘরের পাশে জমাকৃত ছাইয়েরকারি থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে রান্নাঘরসহ ৩টি ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়।
এ দিকে খবর পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে আসে ততক্ষনে অগ্নিকান্ডে ৩ টি ঘরসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ও পন্য সামগ্রীসহ নগদ টাকা সম্পূর্নরূপে ভস্মিভূত হয়ে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
ক্ষতিগ্রস্থরা জানান, তাদেরকে ক্ষতি করার জন্য দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে এ অগ্নিকান্ড ঘটাতে পারে। অপরদিকে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস ইউনিটের সাথে আলাপ কালে তারা জানান, প্রাথমিক ধারণা রান্না ঘরের পাশে ফেলানো ছাই থেকে এই ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
একই দিনে জোড়গাছা রাজার সংলগ্ন ঈদগাহ মাঠোর পাশে ইয়াছিন আলীর বাড়িতে অগ্নিকান্ডে ১ টি বসতঘর ভস্মিভূত হয়। সাঁথিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে অনেকক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
Leave a Reply