পাবনার সাঁথিয়ায় পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে। নিহতরা হলেন, ওই গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান (৩) ও শাহিন আলীর ছেলে ইয়ামিন (৪)।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বর ময়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল এগারোটার দিকে ওরা দুজনই বাড়ির পাশের একটি পুকুরে শাপলা ফুল তুলতে পানিতে নামে।
এ সময় তারা সাতার না জানার কারনে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ওদের দুজনের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে।