সাড়া দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-লুটপাট বসতবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারসহ বেশ কয়েকটি ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। রোববার (১১ আগষ্ট) সকালে বিক্ষোভ মিছিলটি শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরের সামনে থেকে বের হয়ে শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র, হিন্দু মহাজোটের সভাপতি আশিস বসাক, সুস্মিতা ঘোষ, থানা পূজা উদযাপনের নেতা দীপংকর জিতুসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা ৭ দফা দাবি জানিয়ে বলেন, এই দেশ আমাদের সবার। আমরা সবাই বাঙালি তাহলে কেন বার বার আমরা বৈষম্যের স্বীকার হবো। তারা বলেন, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দলনে ছাত্র-জনতা সবাই মিলে এ দেশ স্বাধীন করেছে তাহলে কেন সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট বসতবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগ করা হলো? এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিচার দাবি করেন তারা।