শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভাবির্ভাব দিবসে মহোৎসব

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

পাবনায় সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম শুভ আবির্ভাব দিবস ও গঙ্গা স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনা মানসিক হাসপাতল চত্বরে বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মলগ্ন ঘোষণা ও প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের কার্যক্রম। এ সময় সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি কুঞ্জবিহারী আদিত্য, সম্পাদক ধৃতবত আদিত্য ও সৎসঙ্গ বাংলাদেশ ঢাকার সাংগঠনিক সম্পাদক নিখিল মজুমদার বক্তব্য দেন।

বক্তব্যে নিখিল মজুমদার বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষ্যে মহা মহোৎসব পালন করছি। যথেষ্ট ভাব গাম্ভীর্যের সাথে দিবসটি পালনের সব রকম আয়োজন আমাদের রয়েছে। এবারের উৎসবে একটি বিশেষ ব্যাপার হলো পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবার যে পরিমাণে পুণ্যার্থী ঠাকুরের মহোৎসবে এসেছেন তা বিস্ময়কর।

বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় গঙ্গা স্নানোৎসব। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি উপলক্ষে দুপরে মানসিক হাসপাতালে রোগীদের মাঝে উন্নত খাবার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের পর বিকেলে প্রার্থনা সংঙ্গীতের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপি আয়োজন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..