বিশ^কাপ ফুটবল ফাইনালের উন্মাদনায় পাবনায় বাদ্য বাজনা আর জোড়া হাতি নিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। আর্জেন্টিনা দলকে শুভকামনা জানিয়ে উৎসবমুখর পরিবেশে শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। পুরো জেলা থেকে আর্জেন্টিনা সমর্থক হাজারো তরুণ তাতে বর্ণিল সাজে সেজে ভুভুজেলা বাজিয়ে অংশ নেন। তরুন্যের উচ্ছ্বাসকে স্বাগত জানিয়ে তাতে যোগ দেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সও। প্রিন্স এমপি বলেন, ব্যক্তিগত ভাবে তিনি ফুটবলে জার্মানির কট্টর সমর্থক। কিন্ত, এবারের বিশ^কাপে জার্মানি বাদ পড়ায় সমর্থন বিশ^সেরা তারকার মেসির জন্য। আমি চাই বিশ^কাপ ট্রফি এবার তার হাতেই উঠুক।
আর্জেন্টিনা সমর্থকরা জানান, রাত নয়টার ফাইনালে এবার কাপ সেরা তারকা মেসির হাতেই উঠবে এমনই প্রত্যাশা তাদের। ঐতিহ্যবাহী সরকারী এডওয়ার্ড কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আব্দুল হামিদ সড়কে শেষ হয়।
Leave a Reply