কড়া নিরপত্তার মধ্য দিয়ে পাবনা ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। সকাল এগারোটা থেকে ৯ উপজেলার ১০০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৩৮ হাজার ৩২৯ জন পরীক্ষার্থী।
এর মধ্যে ২৯ হাজার ৫৯ জন এস.এস.সি, ৪ হাজার ৬৪৭ জন দাখিল, ৪ হাজার ৫৬৭ জন ভোকেশনাল ও ৫৬ জন দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী।
পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন জানান, নকল মুক্ত পরীক্ষাকেন্দ্র ঘোষণা করে প্রতিটি কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে আইনশৃংখলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরীক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারীও।
তবে, পরীক্ষাকেন্দ্রের প্রবেশ পথে অভিভাবকদের অতিরিক্ত ভীড়ের কারণে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা।
Leave a Reply