জনসাধারণের ব্যপক সাড়ার মধ্য দিয়ে পাবনায় ১ লাখ ৪৫ হাজার ৬৯৭ টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে পাবনার গোপালচন্দ্র ইনস্টিটিউশন মাঠে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন ও পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পাবনার ৯ উপজেলার ২০৫ টি পয়েন্টে কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। সুশৃংখল পরিবেশ ও সচ্ছতা নিশ্চিতে রয়েছে ৪ জন ট্যাগ অফিসারের সমন্বয়ে মনিটরিং টিম । কম দামে পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা।
পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন জানান, রমজান মাস সামনে রেখে আপাতত দুই দফায় টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রথম দফায় দুই কেজি চিনি, দুই লিটার তেল ও দুই কেজি মশুর ডাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রশাসনের তত্ত্বাবধানে টিসিবির মোড়কে প্যাকেটজাত করে তা সিলগালা করে নির্ধারিত পয়েন্টে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে কোন অনিয়মের সুযোগ নেই। আগামী রমজানে ভোক্তারা এই ফ্যামিলি কার্ডেই আবারো পণ্য ক্রয় করতে পারবেন।
পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান জানান, বাজারে নিত্যপণ্যের দামের উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ সাধারণের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি। এতে সাধারণ মানুষ খুবই খুশি। আমরা প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে কার্ড পৌঁছে দেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের স্মতস্ফূর্ত অংশগ্রহণে পণ্য বিক্রি করা হচ্ছে। এর প্রভাবে বাজারেও এসব পণ্যের মূল্য কমতে শুরু করেছে।
সংশ্লিষ্টরা জানান, প্রত্যেক কার্ডধারী ক্রেতা ২ কেজি মশুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা ক্রয় করতে পারবে। মশুরের ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, ছোলা ৫০ টাকা দরে বিক্রয় হবে। ৩০ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রয় হচ্ছে।
Leave a Reply