শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

মালিগাছায় কৃষকের উপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

পাবনায় সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের কৃষক হাসান (২৫) এর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে তার হাত ও কাঁধ ভেঙ্গে গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার (১৪ আগষ্ট) সকালে মালিগাছা ইউনিয়নের রুপপুর বাজারের মুক্তার হোসেনের ছেলে মো: হাসানের উপর জমি চাষ দেওয়াকে কেন্দ্র করে এলাকার সন্ত্রাসীরা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৃষক হাসান সকালে বিশ্বাসপাড়ায় জমি চাষ দিতে গেলে মো: ইসমাইল বিশ্বাস জোড়পূর্বক আমার টিলার মেশিন বন্ধ করে দিয়ে তার নিজ জমিতে চাষ দিতে বলে। কৃষক হাসান জমি চাষে অস্বীকৃতি জানালে ইসমাইল বিশ্বাস অকথ্যভাষায় গালিগালাজ করে ও মুঠোফোনে ফোন দিয়ে অত্র এলাকার ফারুক বিশ্বাস এবং মো: রিপনকে ডেকে নিয়ে আসে এবং দা কুড়াল ও হাসুয়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জমি চাষ না করলে তাকে হত্যার হুমকি দেয় তারা।

কৃষক হাসান অস্বীকৃতি জানালে ইসমাইল বিশ্বাস তাকে কুদাল দিয়ে মাথায় কোপ দিতে গেলে কৃষক হাসান তার মাথা সরিয়ে নিলে কোদালের কোপ বাম কাঁধে লেগে রক্তাতে কাঁধের হাড় ভেঙ্গে যায়। পরবর্তীতে ফারুক বিশ্বাস ও রিপন এলোপাথাড়ি মারপিট করে মুখে পিঠে বুকে ও হাতে আঘাত করে ফলে কৃষক হাসানের ডান হাত ভেঙ্গে যায় ও বিভিন্ন স্থানে জখম হয়ে ফুলে যায়। পরে সন্ত্রাসীরা তাকে জমিতে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী কৃষক হাসানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে পাবনা সদর থানায় বাদী হয়ে মামলা করেছে কৃষক হাসান।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা বালা সিন্ধু জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কৃষক হাসানের হামলাকারী সন্ত্রাসীরা পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..