পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ ওই গ্রামের মোক্তার হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশারফ বাড়িতে ইলেট্রিকের কাজ করছিল। এ সময় বিদ্যুতের তার মোশারফের হাত থেকে ছুটে বুকের ওপর পড়ে বিদ্যুতাড়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যান।
ভাঙ্গুড়া থানার (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply