পাবনার ভাঙ্গুড়ায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় ৪০ জন উপকারভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ ও রসুন বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড‘র আয়োজনে পরিষদ চত্বরে এ বীজ বিতরণ করা হয়।
ইউএনও সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপকারভোগী সদস্যদের মাঝে বীজ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওছার হাবীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, পাবনা পল্লী উন্নয়ন বোর্ডের অপ্রধান শস্য বিশেষজ্ঞ রাহেনুন নবী, অপ্রধান শস্য উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মামুনার রশিদ ও সহকারী অফিসার শাহীনুর ইসলামসহ উপকারভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply