পাবনার ভাঙ্গুড়ায় একই স্থানে বিএনপি ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এ আদেশ জারি করেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী তেল,পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার ভাঙ্গুড়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এদিকে একই সময়ে উপজেলা আওয়ামীলীগ বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে পাল্টা কর্মসূচী ঘোষণা করে।
এ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।
আদেশে বলা হয়, আগামীকাল সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬ টা হতে রাত ১২ পর্যন্ত ভাঙ্গুড়ার শরৎনগর বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৯৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হলো। জারিকৃত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply