ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় পৃথকভাবে কর্মসূচি পালন করেছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১০ টার দিকে ভাঙ্গুড়া বাজারে বিএনপির ও জামাতের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
বিএনপির দুই দিনের অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌরসভার প্রাণকেন্দ্র শরৎনগর বাজার থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ শেষে শরৎ নগর বাজার বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানরত কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির ও জামাত।
ছাত্র- জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবুর রহমান, সাবেক আহ্বায়ক রাজিবুল হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হিরোক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আলতাব হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব বুরুজ ইসলাম, উপজেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক আখতারুজ্জামান বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব সুজন আলী, ভাঙ্গুড়া কলেজ ছাএদলের আহ্বায়ক বায়জিদ বোস্তামি, সদস্য সচিব মো: ডাবলু সরকার প্রমূখ।
এ সময় স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের বিচারের দাবিতে বক্তব্য দেন, উপজেলার সাবেক আমির ও জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আলী আজগর হোসেন, উপজেলার আমির মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি মো: আবুল হোসেন, নায়েব আমির মো: মজিবুর রহমান ও অষ্টমনিষা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল রতিফ।