পাবনার ভাঙ্গুড়া উপজেলার কয়েকটি বিল ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দুটি পুকুর ও পাঁচটি বিলে ৪৩৩ কেজি রুই জাতীয় মাছের পোনা ছেড়ে দেওয়া হয়।
এসব বিল ও পুকুরগুলো হলো, রুহুল বিল, বিল বামনজি, লোরার বিল, বেড়ের বিল, ধলার বিল এবং বোয়ালমারি এতিমখানা পুকুর ও উপজেলা পরিষদ পুকুর।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুমানা আক্তার, কৃষি কর্মকর্তা শারমিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে এবছর উপজেলার দুইটি পুকুর এবং পাঁচটি বিলে ৪৩৩ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।