পাবনার বেড়া উপজেলার রুপপুর ইউনিয়ন পরিষদের ভোট পুনরায় গণনার জন্য বেড়া উপজেলা নির্বাচন অফিসার বরাবর গত ০৯ জানুয়ারি লিখিত আবেদন করেছেন নৌকা প্রতিকের প্রার্থী আবুল হাসেম উজ্জল।
লিখিত আবেদন সুত্রে জানা যায়, গত ০৫/০১/২০২২ ইং তারিখে পাবনার বেড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোঃ আবুল হাসেম উজ্জল বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। রুপপুর ইউনিয়ন পরিষদ মোট ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং অত্র ইউনিয়নে মোট৬ ভোটার সংখ্যা ১৭,০০০(সতের হাজার)।
গত ০৫/০১/২০২২ ইং তারিখ বুধবার সকাল হতেই সতন্ত্র চেয়াম্যান প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম মোহন সাধারণ ভোটারদের ও দায়িত্বরত প্রিজাইডিং আফিসার, সহকারী প্রিজাইডিং আফিসার ও পোলিং অফিসারদের নানান ভাবে ভয়ভীতি প্রয়োগ করেন। মোট ০৯ টি কেন্দ্রের মধ্যে ০৮টি কেন্দ্রে হতে নানা প্রতিকূলতার মধ্যে দিয়েই ফলাফল প্রকাশ করা যার জরিপামলে আমি ভোট সংখ্যায় এগিয়ে ছিলাম।
উল্লেখ্য যে, রুপপুর ইউনিয়নের ০৩,০৪,০৫,ও ০৬ নং ওয়ার্ডের মাশুমদিয়া ভবানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম মোহন ও তার সন্ত্রাসী বাহিনী দায়িত্বরত প্রিজাইডিং আফিসার, সহকারী প্রিজাইডিং আফিসার ও পোলিং অফিসারদের নানা ভাবে ভয়ভীতি প্রয়োগ করতে থাকে। নিদিষ্ঠ সময়ের মধ্যে ভোট গণনা শেষ হলেও ফলাফল দিতে দেরি করে যা আমার কাছে খুবিই সন্দেহজনক বলে আমি মনে করি। তাই আমি নৌকার পরাজিত প্রার্থী মোঃ আবুল হাসেম উজ্জল বেড়া উপজেলা রুপপুর ইউনিয়নের ০৯টি কেন্দ্রের ভোট পূনরায় গণনার জন্য ঊধর্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেছি বিষয় টি ক্ষতিয়ে দেখার জন্য।
এ বিষয়ে পাবনার বেড়া উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আক্তার এর সাথে মুঠো ফোনে রুপপুর ইউনিয়নে পুনরায় ভোট গণনার জন্য আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবেদন পেয়েছি নির্বাচনী টাইবুনালে চেয়ারম্যান প্রার্থী আবেদন করলে কোর্ট যদি আমাদের কোন নির্দেশ দেন তখন আমরা পুনরায় ভোট গণনার পদক্ষেপ নিব।
Leave a Reply