পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি এ এম রফিক উল্লাহ ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলসহ সব প্রার্থী বিনা প্রতিন্দন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির-২০২১ আহ্বায়ক কাজী সিরাজুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও মানিক শেখ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আ. বারিক মোল্লা, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম, দফতর সম্পাদক সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক আরিফ কাজী, স্ট্যান্ড সেক্রেটারি আ. মান্নান শেখ, সড়ক সম্পাদক আরিফুর রহমান রুমন।
এছাড়া, কার্যকরী সদস্য পদে আল আমিন মিঞা, নুরুল ইসলাম, শামছুর রহমান ও হেলাল মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী সিরাজুল ইসলাম জানান, প্রত্যেক পদে একজন করে প্রার্থী থাকায় নির্বাচনের আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়নি। সব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
Leave a Reply