পাবনা বেড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক বাবু শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার ( ৫ জানুয়ারি) বিকেল ৩টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার।
এ সময় আরো দুইটি উপজেলা পরিষদের দুইজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের পরিচালক জিয়াউল হক ও উপ-পরিচালক চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বেড়া উপজেলা আ.লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল, বেড়া উপজেলার রুপপুর ইউনিয়নের চেয়ারম্যান উজ্জ্বল হোসেন, মাশুমদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিরোজ হোসেন , পুরান ভারেঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান এএম রফিকউল্লাহ, চাকলা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ফজলুল মাষ্টার। ছাড়াও উপজেলা আ.লীগের অর্ধশতাধিক নেতা কর্মীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বেড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে রেজাউল হক বাবু নৌকা প্রতিক নিয়ে ৯৭ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলার জাতসাখিনী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। উল্লেখ গত বছরের ১০ সেপ্টেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। গত বছরের ৩ নভেম্বর নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করেন এবং ১০ ডিসেম্বর নির্বাচন হয়।
Leave a Reply