রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) বিশেষ অভিযানে পাবনার এক শীর্ষ সন্ত্রাসীসহ বিদেশী পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২১ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর হতে পাবনা জেলার আমিনপুর উপজেলার মিরপুর গ্রামের মৃত আলিমুদ্দিন ছেলে মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখকে (৩৫) গ্রেফতার করেন। এ সময় আসামির কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান,আসামীর বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করতঃ অদ্য ইং ২২/০৬/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
উল্লেখ্য, আসামির নামে এর পূর্বে রাজবাড়ী ও পাবনা জেলার বিভিন্ন থানায় অন্ত্র, ডাকাতি ও অন্যান্য মামলা সহ মোট চারটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
Leave a Reply