পাবনার বেড়ার কৈটলা ইউনিয়নের মানিকনগরে কিউলিন ইন্ডাস্ট্রিতে (শোলা বা পাটকাঠির মিল) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতির আশংকা করা হচ্ছে।
বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, রবিবার (৫জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
এই মিলে শোলা বা পাটকাঠি পুড়িয়ে ছাই (ডাস্ট) উৎপাদন করে চায়নাতে রপ্তানি করা হয়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তবে তাৎক্ষণিক ক্ষয় ক্ষতি নিরুপন করা সম্ভব না হলেও ফায়ার সার্ভিসের ধারণা ৫ লক্ষাধিক টাকার ক্ষয় হতে পারে।
Leave a Reply