পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবনার বেড়া মডেল থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭এপ্রিল) বিকালে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এর আয়োজনে থানা চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত।
পরে দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দগণ সেখানে ইফতার করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী, বেড়া নাগরিক কমিটির সভাপতি আল মাহমুদ সরকার, উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর ওয়ার্ড কাউন্সিলর, বেড়া থানাধীন চারটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পেীর আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বেড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজসহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply