শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

বেড়ার মৃদুলা স্পেশালাইজ্ড হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

পাবনা বেড়ার মৃদুলা স্পেশালাইজ্ড নামের একটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগী এক ব্যাক্তি ঔষুধ প্রশাসন,সিভিল সার্জন, ভোক্তা অধিদপ্তর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, মৃদুলা হসপিটালের চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জেমস্ রবার্ট গমেজ বেশ কিছু পরিক্ষা করে ঔষুধ লেখেন এবং চেম্বার থেকে বলে দেয়া হয় এই ঔষুধগুলো বাহিরে কোথাও পাবেন না। একমাত্র হাসপাতালের ফার্মেসীতেই পাওয়া যাবে। যা ভারতীয় ঔষুধ কোন ঔষুধের কাভারের উপর ভারতীয় মূল্য থাকে না। শুধু সাদা স্টিকার লাগানো বাংলাদেশি মূল্য দেওয়া থাকে। যেমন কেটনিক্স, জুলিকন, ফ্লাকজোল ঔষুধ বেশি লেখেন। এতে প্রতিটি রোগীর ঔষুধের দাম নিয়ে রয়েছে সন্দেহ। প্রকৃত পক্ষেই ঐ ডাক্তারের লেখা ঔষুধ আর কোন ফার্মেসীতেই পাওয়া যায় না। এক একটা ঔষুধের মূল্য চারশ থেকে ছয়শ টাকা।

ঐ হাসপাতালে চিকিৎসা নেয়া একাধিক রোগীদের সাথে কথা বলে জানা যায়, ডাঃ জেমস্ রবার্ট গমেজ এর দেখা প্রতিটি রোগীদের তিনটি করে একই ঔষুধ লেখেন যা মৃদুলার নিজস্ব ফার্মেসী ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কারণ ছাড়াই যে কোন রোগীদের একাধিক টেস্ট দিয়ে থাকেন যাতে সাধারণ রোগীদের জন্য অনেক টাকা খরচ করে টেস্ট করানো কষ্টকর হয়ে যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বেড়া পৌর এলাকার আলহেরা নগর এলাকার প্রবেশ পথে রয়েছে বিশাল আকারের গেট সেখানে লেখা মৃদুলা স্পেশালাইজ্ড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার। দুই পাশে টানানো আছে চটকার রং বেরংগের সাইনবোড। টানানো আছে প্রস্তাবিত মৃদুলা চক্ষু হাসপাতাল ও প্রস্তাবিত মৃদুলা নার্সিং কলেজ। খোঁজ নিয়ে এখানে একজন ডাক্তার এফ.সি.পি.এস ডিগ্রি অর্জন না করেও তার চিকিৎসা সনদে এই ডিগ্রি লিখে রোগীদের সাথে করছে প্রতারণা।

ভুক্তভুগি নজরুল ইসলাম নামের এক রোগী জানান, আমি একবছর ধরে ডাঃ জেমস্ রবার্ট গমেজ এর কাছ থেকে চিকৎিসা নিচ্ছি। প্রায় ৮০-৯০ হাজার টাকার ঔষুধ খেয়েছি আমার রোগ এখনো ভালো হয়নি। লেখে অনেক দামী ঔষুধ।

এ ব্যাপারে হাসপাতালের মালিক নজরুল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানে কারণ ছাড়া কোন রোগীকে টেস্ট দেয়া হয় না। এবং কোন রকম দূর্নীতি হয় না। ডাঃ জেমস্ রবার্ট গমেজ এর বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।

অভিযুক্ত ডাঃ জেমস্ রবার্ট গমেজ জানান, আমি যেসকল ঔষধ লিখি তা বিএসটিআই অনুমোদিত এবং তাদেরই মূল্য নির্ধারণ করা। প্রতিটি রোগীকে একই ঔষুধ লেখার বিষয়ে তিনি জানান, আমি ওমেগা-৩ ঔষুধ একটু বেশি লিখি কারন এটা ভিটামিন জাতীয় ঔষুধ।

পাবনা সিভিল সার্জন ডাঃ মনিশ^র চৌধুরী জানান, বেড়ার মৃদুলা প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা.সবুর আলী বলেন, এ বিষয়ে আমি এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। আমি খোঁজ নিয়ে দেখছি সত্যতা পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..