পাবনায় র্যাব ও গোয়েন্দা পুলিশ ডিবির পোশাক পরে কমরেড জাকির হোসেনের বাড়িসহ কয়েকট বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর এলাকার পাথরতলা মহল্লায় জাকির হোসেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে ভাড়া থাকেন তিনি। গত রাত সাড়ে ৩টার দিকে বাড়ির সকল তালা ভেঙে প্রশাসনের ছদ্মবেশে প্রবেশ করে সাত আটজন ব্যক্তি। আমার হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে জিম্মি করে এবং ঘরে থাকা টাকা পয়সা ও সোনার গহনাগুলো নিয়ে তারা চলে যায়। তাদের পড়নে গোয়্দো (ডিবি) পুলিশ ও র্যাবের পোশাক পরা ছিল। তারা চার তলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ঘরেও লুটপাট ও ভাংচুর করেছে।
স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান জানান, ঘটনার রাতে পাথরতলা মহল্লার ছয় সাতটি বাসার মেইনগেটে নতুন তালা ঝুলিয়ে নেয় ওই চক্রটি। কেউ যেন বাড়ি থেকে বের হতে না পারে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা আমরা সনাক্ত করার চেষ্টা করছি। সকালে এ খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থল পরিদর্শণ করে কাজ শুরু করেছি।
এ বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, বিষয়টি খুব দুঃখজনক। আমাদের পুলিশ বা র্যাবের কোন টিম ওই এলাকায় রাতে অভিযান পরিচালনা করেন নাই। আমরা দ্রুত বিষয়টি উদঘাটন করে প্রকৃত অপরাধীদের বের করার চেষ্টা করছি।