রবিবার, ১৫ জুন ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

বাংলাবাজারে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫

পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বাকবিতন্ডার জেরে ছুরিকাঘাতে রনি হোসেন (২৪) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকার চর কোশাখালি গ্রামের একটি সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এ যুবক। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত যুবক বাংলাবাজার লঞ্চঘাট এলাকার চর কোশাখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রনি হোসেন (২৪)। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, চর কোশাখালী গ্রামের আবাসিক এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন ইমন। এ সময় তাকে উদ্দেশ্য করে তুচ্ছ দু’একটি ব্যঙ্গাত্মক কথা বলে রনি। এ নিয়ে দুজন বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে ইমন তার কাছে থাকা ছুরি দিয়ে রনিকে আঘাত করে। পরে রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেবার পর তার অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে ওসি আব্দুস সালাম বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতন্ডা হয় এবং পরে রনিকে ছুরিকাঘাত করে ইমন। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এর জেরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। মরদেহ দাফনের পর লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনার বিচার দাবী করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..