জান্নাতুল ফেরদৌস জুথি (বয়স মাত্র ২৩ বছর ৬ মাস)। বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার শোলাবাড়িয়া গ্রামে। অল্প বয়সেই অকেজো তার দুইটি কিডনি। বর্তমানে সপ্তাহে দুইটি ডায়ালাইসিস নিতে হয়। বয়স কম হওয়ায় দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এতে প্রায় ৩০- ৪০ লাখ টাকা দরকার। এ পর্যন্ত তার চিকিৎসা ব্যয় বাবদ প্রায় ১০ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। জুথির বাবা একজন কৃষক এবং মা গৃহিনী। জুথি সবার বড় এবং তার আরো দুইটি বোন রয়েছে। মেঝ বোন একটি সরকারি ATI তে কৃষি ডিপ্লোমা তে অধ্যায়নরত। ছোট বোন সপ্তম শ্রেণি তে পড়ে।নিম্নবিত্ত বাবার পক্ষে এ খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পরেছে।
জুথির মামা আবু সাঈদ বলেন, কৃষক বাবা সংসারের সুখের জন্য ২০১৮ সালে সৌদিআরবে পাড়ি জমায় এক দালালের মাধ্যমে। দালালের চক্রে পড়ে যতসামান্য বেতনে চাকরি করে যাহা সংসারের খরচ ও দুই মেয়ের পড়াশোনার খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছে। আর সেখানে বড় মেয়ের এই জটিল কিডনি রোগের চিকিৎসা করাতে শেষ সম্বল ও খোয়াতে হচ্ছে। জুথির কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য এই ৩০-৪০ লাখ টাকা তার বাবার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই যুথি ও তার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া চাচ্ছি। আপনাদের সহযোগিতায় ফিরে পেতে পারে তার নতুন স্বাভাবিক জীবন।
সহযোগিতার জন্য নিম্নোক্ত বিকাশ ও ব্যাংক একাউন্ট দেওয়া হলো।
+8801308463756 (বিকাশ/জুথি)
Name: MST. PARVIN KHATUN, Savings A/C No. 02000011540605, Agrani Bank Limited, Ataikula Branch, Pabna Zone, Bangladesh