রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

প্রথম আলোর আয়োজনে বির্তক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

পাবনায় প্রথম আলোর আয়োজনে ও পুষ্টির সহযোগিতায় পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। উৎসবে পাবনা ও সিরাজগঞ্জে ১৬ টি বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। চুড়ান্ত পর্বে সিরজগঞ্জের বনোয়ারী লাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ রানারআপ শিরোপা অর্জন করে।

যোগ দাও মুক্তির মেলায়’ স্লোগানে মঙ্গলবার পাবনা সেন্ট্রাল গার্লস হাইকুল মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বন্ধুসভার সদস্য শেখ তোজা ফাহমিদা চাঁদনীর নেতৃত্বে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করেন সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক তালেবুর রহমান বলেন, আজকের বিতর্কের আয়োজন দেখে খুবই ভালো লাগছে। অনুষ্ঠানটির জন্য আমার প্রতিষ্ঠানকে ভেন্যু করায় প্রথম আলোকে ধন্যবাদ। বিতর্ক শিক্ষার্থীদের মেধা বৃদ্ধি করে, চিন্তাশীল করে। সাহসী হবার শক্তি যোগায়। তাই এমন আয়োজন প্রথম আলো অব্যাহত রাখবে বলে আশা করি।

উদ্বোধনী পর্বে বির্তক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন উৎসবে অংশ নেওয়া শির্ক্ষাথীদের মাদক বিরোধী শপথ ও দেশ গড়ার অঙ্গীকার করান। তিনি বলেন, বির্তক হচ্ছে এক অর্থে চিন্তার লড়াই। এই লড়াই আমাদের ভাবনার জগতকে আলোড়িত করে। চিন্তার বিকাশ ঘটায়। আমাদের ভাবনার ক্ষমতাকে শানিত করে।যারা বির্তকের চর্চা করে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সুনিপুন দক্ষতা প্রদর্শন করতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস। বিতর্ক উৎসবে পাবনার ১২টি ও সিরাজগঞ্জের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতা শুরুর আগে সনাতনি বিতর্ক নিয়ে কর্মশালা হয়। সানাতনী বিতর্কের প্রথম পর্ব শেষে বারোয়ারি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বারোয়ারি বিতর্কে ২৪জন অংশ নেয়। এদের মধ্যে পাবনার স্কয়ার স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী ফারিহা ইসলাম সেরা বিতার্কিক নির্বাচিত হয়। নিম্ম মাধ্যমিক কুইজ প্রতিযোগিতায় পাবনার ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর জান্নাতুল ফেরদৌস প্রথম, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর রাদোয়া রশিদ ও তৃীয় স্থান অর্জন করেন পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর শাহরুখ খান।

মাধ্যমিক পর্যায়ের কুইজে প্রথম স্থান অর্জন করেন সিরাজগঞ্জের সালেহা-ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐশি রায়। দ্বিতীয় স্থান অর্জন করেন একই বিদ্যালয়ের নবম শ্রেনীর সানজিদা এসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র আরবার রইস। সনাতনী বিতর্কে দিনভর যুক্তির লাড়াই শেষে বিকেলে চুড়ান্ত পর্বে সিরজগঞ্জের বনোয়ারী লাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ রানারআপ শিরোপা অর্জন করে। চ্যাম্পিয়ান দলের দলনেতা ছিলেন বনোয়ারী লাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র রাদিত রাইয়ান । অন্যদের মধ্যে বিতর্কে অংশ নেয় সপ্তম শ্রেনীর রাহি বিশ^াস, নবম শ্রেনীর আবু ওয়াবদা ও দশম শ্রেনীর তানভীর হাসান। রানারআপ দলের দলনেতা ছিলেন পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র তানজিম হোসেন। অন্যদের মধ্যে অংশ নেন নবম শ্রেনীর অনন্যা তাসনিম, কাওছার হোসেন ও রাবেয়া বসরী। চুড়ান্ত পর্বে দুইদলের মধ্যে সেরা বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা বিজয়ী দলের দলনেতা রাদিত রাইয়ান।

চুড়ান্তপর্ব শেষে বিচারকবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া সকল পর্বের বিজয়ীদের মেডেল ও বিজয়ী সার্টিফিকেট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ জাফর সাদেক, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পারভেজ, পাবনা সিটি কলেজের সহকারি অধ্যাপক শামসুন্নাহার বর্ণা, মো.মোখতার হোসেন, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নান টেক বিভাগের প্রধান আলী আকবর মিঞা, আটঘরিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক বাবুল আকতার, নাটোরের বনপাড়ার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক দিলরুবা আফরোজ ও পাবনার আহেদ আলী কলেজের পভাষক ইশিতা মৃধা। পুরুস্কার বিতরণ শেষে পাবনা বন্ধুসভার সভাপতি গোলাম হাসনায়েন ও সাধারণ সম্পাদক খান আনোয়ার হোসেন।

গত ১৪ জুলাই থেকে পুষ্টির পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর উদ্যোগে এ স্কুল বিতর্ক উৎসব শুরু হয়। দেশের ৩৯ টি অঞ্চলে এ উৎসব হচ্ছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এ প্রতিযোগিতায় প্রচার সহযোগী নাগরিক টিভি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..