শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

পাবিপ্রবি’র ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসে তিন উর্দ্ধতন কর্মকর্তার শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

৫ জুন-২০২৫, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস। এই গৌরবময় দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রিয় শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

২০০৮ সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। আমরা গর্বিত যে, আমাদের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এই বিশ্ববিদ্যালয় দেশের উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ১৭ তম বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের লক্ষ্য হলো এই বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা। যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্য বইয়ের জ্ঞানই নয় বরং নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতাও অর্জন করবে। আমরা বিশ্বাস করি বিশ্বমানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। দীর্ঘ ১৭ বছরের পথ চলায় জ্ঞান, গবেষণা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আমরা বিশ্বাস করি আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্রনায়ক, গবেষক, উদ্যোক্তা ও মানবতার কান্ডারী। তাদের শক্তি, বুদ্ধিমতা ও সাহসিকতায় আমরা একটি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী হবেন আলোকিত মানুষ, যিনি পেশাজীবীর পাশাপাশি হবেন দায়িত্বশীল নাগরিকও।

১৭তম বিশ্ববিদ্যালয় দিবসের এই আনন্দক্ষণে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে আবারও অভিনন্দন। আসুন সবাই মিলে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নের অবদান রাখি এবং একটি আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাই।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..