শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

পাবিপ্রবি’র প্রো-ভিসি, ট্রেজারার’র পদত্যাগ, প্রক্টরিয়াল বডি পরিবর্তন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, ট্রেজারার ড. কেএম সালাহ উদ্দিন ও প্রক্টর ড. কামাল হোসেন পদত্যাগ করেছেন। এছাড়াও প্রশাসনিক বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। রবিবার (১2 আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন প্রোভিসি ও টেজারার।
এদিকে বিশ^বিদ্যালয়ে প্রক্টর ড. কামাল হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন করেছেন বিশ^বিদ্যালয় প্রশাসন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার বিজন কুমার ভ্রম্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রোভিসি ও ট্রেজারার স্যাররা ব্যাক্তিগ ও পারিবারিক কারন দেখিয়ে এই পদত্যাগপত্র জমা দেন। এছাড়াও বিশ^বিদ্যালয়ে প্রক্টর ড. কামাল হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন করেছেন বিশ^বিদ্যালয় প্রশাসন। নতুন প্রক্টও হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে গনিত বিভাগের শিক্ষক একরামুল ইসলামকে। একই সাথে ইন্টারন্যাশনাল কমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইমরান হোসেনক ছাত্র উপদেষ্টা, ডরমেটরী প্রশাসক বাংলা বিভাগের শিক্ষক আরিফ উবায়দুল্লাহ এবং পরিবহন প্রশাসক হিসেবে ড. কামরুজ্জামানকে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান ২০২২ সালের ১৬ এপ্রিল এ পদে যোগদান করেন এবং ট্রেজারার ড. কেএম সালাহ উদ্দিন ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ট্রেজারার পদে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..