পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ‘পাবনা স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। কর্মসংস্থান মেলায় বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পারিচালক ড. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ কে এম সালাহ্ উদ্দীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন এবং চাকরি প্রত্যাশী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। মেলায় আইটি কোম্পানীসহ অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেন এবং তাদের সিভি জমা দেন প্রতিষ্ঠানগুলোতে।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন কর্মসংস্থান মেলায় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব প্রদান এবং নিজের সম্পর্কে আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমাদের সীমিত রিসোর্সকে পুরোপুরি কাজে লাগানো, নিজেকে গড়ে তোলা এবং জাতিকে ভালোকিছু দিতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন নতুন ইনোভেশন নিয়ে কাজ করা এবং জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে।