দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহর নেতৃত্বে মিছিলটি শুরু হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বর এ এসে শেষ হয়। এ সময় ছাত্রলীগে নেতা-কর্মীরা বিএনপি-জামায়াত নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিলে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।