ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার বৃষ্টিভেজা সকালে পাবনায় শতাধিক দু:স্থ ও শীর্তাত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় শহরের কালাচাঁদপাড়ায় এই কম্বল বিতরণ উদ্বোধন করেন মহিয়ষী নারী জাহানারা বেগম শেফালী। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, তহুরা আজিজ ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান মাহবুবুল ইসলাম, সমাজসেবিকা মাহবুবা কাজল, খুশি খাতুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজামুল হক ভুইয়া এবং সদস্য ড. নাফিস শামসের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply